পাথারকা‌ন্দি ও নিলামবাজার পু‌লি‌শের যৌথ অভিযা‌নে বাজেয়াপ্ত গণবণ্টনের ১০০ বস্তা চাল, আটক এক

পাথারকান্দি (অসম), ১০ সেপ্টেম্বর (হি.স.) : দীর্ঘদিন ধ‌রে সরকারি খাদ্য সুরক্ষার চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ ছিল। এমনই এক অভি‌যো‌গের ভি‌ত্তিতে তদন্তে নেমে অবৈধ এক গুদামে হানা দিয়ে ১০০ বস্তা গণবণ্টনের চাল বাজেয়াপ্ত করেছে পাথারকান্দি ও নিলামবাজার পুলিশের যৌথ দল। এর সঙ্গে এক ব্যক্তি এবং চাল বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ধৃতকে নিলামবাজারের বাটইয়া এলাকার জনৈক আমির উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে।

আজ শনিবার এই খবর দিয়ে পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমতারি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাটইয়া বাজারে গড়ে তোলা একটি অবৈধ গোদামে খাদ্য সুরক্ষার ১০০ বস্তা চাল এবং বস্তা বদ‌লের মে‌শিন সহ বেশকিছু প্লাস্টিকের ব্যাগ তাঁরা বাজেয়াপ্ত ক‌রে‌ছেন।

পুলিশ অফিসার এর বেশি তথ্য দিতে তাঁর অপারগতার কথা জানালেও, ওয়াকিবহাল মহলের বক্তব্য, বিভিন্ন ডিলার ও সমবায় স‌মি‌তির যোগসা‌জশে দ‌রিদ্র জনগ‌ণের না‌মে বরাদ্দ খাদ্য সুরক্ষা যোজনার চাল মে‌শি‌নের মাধ্যমে বস্তা বদল ক‌রে মিজোরাম সহ বরাক উপত্যকার অন্যান্য স্থা‌নে সরবরাহ করা হয়। মহলের ধারণা, পুলিশ যদি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত চালিয়ে যায়, তা-হলে দরিদ্র মানুষের অন্ন চুরির সঙ্গে জ‌ড়িত বহুজন ধরা পড়বে।