কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির অভাবে ও রোদের তেজে তিলোত্তমায় ফের অনেকটাই চড়ল তাপমাত্রার পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তি ও ঘর্মাক্ত গরমে রীতিমতো কাহিল হয়ে পড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
তীব্র রোদের মধ্য দিয়ে বৃহস্পতিবারের সকাল শুরু হয়েছে কলকাতায়। সকাল হতে না হতেই চাঁদিফাটা রোদ্দুর। বেলা গড়ালে একেবারে গলদঘর্ম অবস্থা। বিগত ক’দিন ধরেই গরমে জ্বলছে কলকাতা। এই পরিস্থিতিতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো হাপিত্যেশ করে বসে রয়েছেন শহরবাসী। বৃষ্টির অভাবের কারণে ভ্যাপসা গরম বাড়ছে, আর তাতেই সবথেকে বেশি অস্বস্তিতে দক্ষিণবঙ্গের মানুষজন। বৃষ্টির ঘাটতির জেরে অস্বস্তি ভাব আপাতত বজায় থাকবে দক্ষিণবঙ্গে, এমনই মনে করছেন আবহবিদরা।