সোনাপুর, ৮ সেপ্টেম্বর (হি. স.) : আলিপুরদুয়ারের ১ ব্লকের তপসিখাতা এলাকায় রাস্তার পাশে যুবকের দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে তপসিখাতা পাওয়ার গ্রিডের সামনে আলিপুরদুয়ার-সোনাপুর জাতীয় সড়কের পাশে ওই দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজন জানান, রাস্তার পাশে পড়ে থাকা একটি বস্তা থেকে গন্ধ বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই বস্তা খুলে দেখা যায় এক যুবকদের দেহ। অনুমান, ওই যুবককে খুন করে বস্তা বন্দি করে ফেলে দেওয়া হয়েছে। এদিন ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ এলাকায় পৌঁছোয়। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।