Alipurduar:আলিপুরদুয়ারে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

আলিপুরদুয়ার, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বৃহস্পতিবার জেলা পর্যায়ের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হল ফালাকাটার কমিউনিটি হলে। আলিপুরদুয়ার জেলার উদ্যোগে এবং ফালাকাটা ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা ও সমষ্টি পর্যায়ের এই অনুষ্ঠান ফালাকাটার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। ফালাকাটা ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নানান অনুষ্ঠান পরিবেশন করেন এদিন। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সকলের সামনে বক্তব্য রাখেন ডিপিএসসি চেয়ারম্যান।

ব্লকের একাধিক স্কুল পড়ুয়া ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই দিনটি পালন করা হয়। বের করা হয় স্কুল পড়ুয়াদের নিয়ে একটি শোভাযাত্রা।
প্রসঙ্গত, সাক্ষরতা একটি মানবাধিকার। দারিদ্র্য দূর করে সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই প্রায় ৫৫ বছর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয় প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে। যেখানে বলা হয়েছিল ‘সবার জন্য শিক্ষা’। সেই ভাবনা নিয়েই ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর একটি আলোচনাসভায় শিক্ষাকে সব স্তরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ১৯৬৭ সালের ৮ সেপ্টেম্বর দিনটিকে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। সেদিন থেকে প্রতি বছর বিশ্বের নানা প্রান্তে, নানা দেশে এই দিনটি নানা ভাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ৭-৮ সেপ্টেম্বর এই দু দিন নানা অনুষ্ঠান হয়ে থাকে। দীর্ঘ প্রচেষ্টা চললেও সাক্ষরতার মানচিত্রটি অনেক দেশেই খুবই হতাশাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *