মুম্বই, ৮ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে লঙ্ঘিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা। ধৃত ছদ্মবেশীর নাম-হেমন্ত পওয়ার। মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা হেমন্তকে সোমবার গ্রেফতার করেছে মালাবার হিল থানার পুলিশ, মঙ্গলবার আদালত তাকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসভবনের বাইরেও দেখা গেছে। যিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রকের একজন সদস্য হিসাবে দাবি করেছে।
সম্প্রতি মুম্বই সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুষ্ঠান যেখানেই অনুষ্ঠিত হয়েছিল সেখানেই তাকে দেখা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার পর, পুলিশ যাচাই করে দেখে যে অমিত শাহের নিরাপত্তার তালিকায় ওই ব্যক্তির নাম উল্লেখ নেই। উল্লেখ্য, গত সোমবার মুম্বই সফর করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।