শোপিয়ান, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : বুধবার পুলিশ দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় অস্ত্র ও গোলাবারুদ সহ দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে।
শোপিয়ান পুলিশ টুইট করে জানিয়েছে, পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। জঙ্গিরা হলেন বুদান রাফিয়াবাদের বাসিন্দা ফয়জান ফায়াজ ভাট ছেলে ফায়াজ আহমেদ ভাট এবং কনসো শোপিয়ানের নিজামুদ্দিনের ছেলে ইয়াওয়ার নিজাম মীর। তাদের কাছ থেকে দুটি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।