আগরতলা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় যান সন্ত্রাসের বলি হলেন টিএসআর জওয়ান। বুধবার মর্মান্তিক ওই দুর্ঘটনা রানীর বাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটেছে। স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে টিএসআর জওয়ানের। তাঁর নাম স্বপন মোদক (৪৮)। তিনি কল্যাণপুরের বাসিন্দা ছিলেন। তিনি টিএসআর ৭নং ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রানীর বাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয়েছেন উভয় যান চালক। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই টি এস আর জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে হাসপাতাল চত্বরে ছুটে আসেন মৃতের আত্মীয় পরিজনেরা। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা।