Sports:দিল্লিতে এস.এম কাপ ফুটবলে ৭ গোলে দুর্দান্ত জয় ত্রিপুরার

সুধন্ব্য দেববর্মা স্কুল -৭                                                                    এয়ার ফোর্স বয়েজ-০

(কিষান-২,জেটলি-২, বিজয়,রোহিত,ফিলিমন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। ত্রিপুরার জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলের কাছে বিধ্বস্ত এয়ার ফোর্স আর্মি বয়েজ। রীতিমতো এয়ার ফোর্স আর্মি বয়েজ স্কুলের বিরুদ্ধে ছেলেখেলা করে জয় পেলো সুবোধ দেববর্মার দল। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৪ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায়। দেশের রাঝধানীর ড:‌ বি আর আম্বেদকর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার সেরা দল সুধন্ব্য দেববর্মা স্কুল ৭-‌০ গোলে বিধ্বস্ত করে এয়ার ফোর্স দলকে। প্রথমার্ধে ২-‌০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বিপক্ষ দলকে দাড়াতেই দেয়নি কিষান দেববর্মারা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো সুবোধ দেববর্মার ছেলেরা। কিষান এবং জেটলি দুটি করে গোল করলেও দুজনই একাধিক সুযোগ নষ্ট করেছে। তবে এদিনের জয় ঝাড়খন্ড ম্যাচের আগে মনোবল অনেকটাই বাড়ালো ত্রিপুরার সেরা স্কুলের ফুটবলারদের। আজ গ্রুপের শেষ ম্যাচে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলের বিরুদ্ধে খেলবে ঝাড়খন্ড। ওই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুল। আর দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে অনেকটাই নিশ্চিন্ত ত্রিপুরার কোচ সুবোধ। এদিন ত্রিপুরার পক্ষে দলনায়ক কিষান দেববর্মা এবং জেটলি কলই দুটি করে গোল করে। এছাড়া একটি করে গোল করে বিজয় দেববর্মা, রোহিত দেববর্মা এবং ফিলিমন জমাতিয়া। দলীয় ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি কোচ সুবোধ দেববর্মা। দিল্লি থেকে টেলিফোনে সুবোধ বলেন,”আসরের প্রথম ম্যাচ বলে ফুটবলারদের মধ্যে কিছুটা জড়াতা ছিলো। তবে অনেকটা ভালো খেলেছে ছেলেরা। এদিনের পর ঝাড়খন্ড ম্যাচের আগে মনোবল বাড়ালো। যা আরও ভালো খেলতে সাহায্য করবে”।‌