কোচবিহার, ৭ সেপ্টেম্বর (হি.স.) : স্কুলের চকোলেট তথা খয়েরি রঙের প্যান্ট ও সাদা জামার পরিবর্তে অন্য কোনও রঙের পোশাক পড়বে না পড়ুয়ারা। পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে বুধবার কোচবিহারে ফের আন্দোলনে শামিল হল ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।
এই দাবিতে বুধবার স্কুলের সামনে থেকে বর্তমান ও প্রাক্তন কয়েকশো পড়ুয়া ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলাশাসকের দফতরের সামনে এসে জমায়েত হয়। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারা। সকলেরই দাবি, স্কুল পোশাকের রংয়ের সঙ্গে তাদের দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। সুতরাং এই আবেগ ও ঐতিহ্যকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। ২০২৪ সালে স্কুল ১০০ বছরে পদার্পণ করবে। সুতরাং এই ঐতিহ্যবাহী স্কুলের পোশাকের রং পরিবর্তন কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।মিছিল ও বিক্ষোভ শেষে দাবি পূরণে এদিন জেলাশাসকের দফতরে একটি দাবিপত্রও জমা দেয় তারা। তবে শুধু মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলই নয়, পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে এদিন শহর সংলগ্ন কোচবিহার ২ ব্লকের মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরাও আন্দোলনে শামিল হয়। স্কুলের সবুজ সাদা পোশাক কোনওভাবেই পরিবর্তন না হওয়ার দাবিতে একটি মিছিল করে তারা।