আগরতলা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরই অঙ্গ হিসেবে বুধবার সকালে মহারাজা বীর বিক্রম কলেজ ক্যাম্পাসে ক্রস কান্ট্রি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভু লাল চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা এমবিবি কলেজের গৌরবের দিনগুলি তুলে ধরেছেন। এছাড়াও তিনি বলেন, ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সার্বিক শিক্ষা প্রয়োজন। ৭৫ তম বর্ষ উদযাপনে ছাত্রছাত্রীদের অন্যান্য প্রতিভার ও বহি:প্রকাশ ঘটছে। রাজন্য আমলের এই কলেজের গৌরবকে এভাবেই ধরে রাখার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

