ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। সেমি ফাইনালে উঠলো জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। দুরন্ত খেলে ২-১ গোলে পরাজিত করলো পূর্ব পিলাককে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে। বুধবার ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকেন জোলাইবাড়ি স্কুলের ফুটবলাররা। নিজের মাঠ এবং নিজস্ব সমর্থকদের সামনে পেয়ে শুরু থেকে বিপক্ষের উপর ঝাপিয়ে পড়েন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবলাররা। প্রথমার্ধে এগিয়েও গিয়েছিলো দল। দলের পক্ষে প্রথমার্ধে গোল করেন সুমন জমাতিয়া। দ্বিতীয়ার্ধে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষে রাকেশ জমাতিয়া এবং পূর্ব পিলাকের পক্ষে ভরসা ত্রিপুরা গোল করেন। খেলা পরিচালনা করেন রাজীব ত্রিপুরা। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পোঁছলো । এর আগে সেমিফাইনালে পোঁছেছিলো লক্ষ্মীছড়া।
2022-09-07