আর্কটিক বিষয়ে রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব নিবিড় করতে আগ্রহী ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): আর্কটিক বিষয়ে রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব নিবিড় করতে আগ্রহী ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরাম ২০২২-এর পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে একথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি সেক্টরে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। শক্তির পাশাপাশি, ভারত ফার্মা এবং হীরার ক্ষেত্রেও রাশিয়ান দূরপ্রাচ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।

সপ্তম ইস্টার্ন ইকোনমিক ফোরাম ২০২২-এর পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ২০১৯ সালে আমরা ‘অ্যাক্ট ফার-ইস্ট’ নীতি ঘোষণা করেছি। ফলস্বরূপ, রাশিয়ান দূর-প্রাচ্যের সঙ্গে ভারতের সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। এখন সেটি ভারত ও রাশিয়ার ‘বিশেষ ও বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’-এর একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় কনস্যুলেট এই মাসে ভ্লাদিভোস্টকে নিজস্ব প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করবে; ভারতই প্রথম দেশ যারা এই শহরে কনস্যুলেট খুলেছিলইউক্রেন সঙ্ঘাত নিয়েও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, খাদ্যশস্য, সার এবং জ্বালানীর ঘাটতি উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বড় উদ্বেগের বিষয়। ইউক্রেন সঙ্ঘাতের শুরু থেকেই আমরা কূটনীতি এবং সংলাপের পথ অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। আমরা এই সঙ্ঘাতের অবসান ঘটাতে সকল শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন করি।