কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের তিনটি বাড়িতে সিবিআই, ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। একটি সুপরিচিত বাংলা সংবাদ চ্যানেলের এই খবর সামাজিক মাধ্যমে এলে প্রবল প্রতিক্রিয়া দেখা দেয় নেটানাগরিকদের মধ্যে।
প্রথম এক ঘন্টায় এই ভিডিও দেখেছেন ৯৮ হাজার জন। লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৬ হাজার ৮০০, ১ হাজার ৬০০, ১৩৩। প্রতিক্রিয়ায় রাজু মোল্লা লিখেছেন, “চোরদের হয়ে আবার রাস্তায় নেমেছে চোরেরা লজ্জা আছে বলে মনে হয়না।”পাপাই দে লিখেছেন, “যারা পতিবাদ করছে তাদের কি পেটে এত টুকুন বিদ্ধা নেই যে ঠিক আর ভুল বিচার করে। দালাল তো এরা!”রুদ্র চক্রবর্তী লিখেছেন, “চুরি করা আমাদের জন্মগত অধিকার। সিবিআই লেলিয়ে দেওয়া চলবে না, চুরি করার সময় বাধা দেওয়া চলবে না। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।“
দুর্লভ মণ্ডল লিখেছেন, “আহঃ চটির স্বাদ কী সুন্দর, যেন অমৃত সমান। চোরেরা চোরেদের সমর্থন করবে এটাই তো স্বাভাবিক।“ জয়তী দত্ত চট্টোপাধ্যায় লিখেছেন, “নির্লজ্জদের প্রতিবাদ।“
শুভা দে লিখেছেন, “যাক একসাথে আসানসোলের অনেক ছোট মেজো সেজো চোরকে দেখে মনটা ভরে গেল।“ পরিমল বেরা লিখেছেন, “ডাকাতকে বাঁচাতে চোরেদের মিছিল, বাংলার লজ্জা চোরামুল।“ পঞ্চানন দাস লিখেছেন, “বিক্ষোভকারীরা চুরির ভাগ পেয়েছে। তাই এত সক্রিয় চোরেদের পক্ষে।“