Sheikh Hasina:২০০ ভারতীয় শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ২০০ ভারতীয় শিক্ষার্থীকে মুজিব বৃত্তি প্রদান করেছেন। এ সময় ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যাদের পরিবারের সদস্যরা শহিদ বা গুরুতর আহত হয়েছেন তাদের এই বৃত্তি প্রদান করা হয়েছে। দশম শ্রেণীর ১০০ জন এবং ১২ তম শ্রেণীর ১০০ জন ছাত্রকে বৃত্তি দেওয়া হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেন, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত তখন পারস্পরিক ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বহু ভারতীয় সৈন্য তাদের জীবন উৎসর্গ করেছে। আজ তার আত্মত্যাগের কথা স্মরণ করা তার জন্য গর্বের বিষয়।