নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে এবারও আতশবাজি তৈরি, বিক্রি, মজুত ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। গত বছরের নিষেধাজ্ঞার ধারাবাহিকতা বজায় রেখে এবারও দিল্লিতে আতশবাজি তৈরি, বিক্রি, মজুত ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২০২৩ সালের পয়লা জানুয়ারি অবধি।
এ বছর অনলাইনেও আতশবাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। দিল্লির মন্ত্রী গোপাল রাই বুধবার টুইট করে জানিয়েছেন, দিল্লির জনগণকে দূষণ থেকে বাঁচাতে গত বছরের মতো এ বছরও আতশবাজি তৈরি, বিক্রি, মজুত ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মন্ত্রী গোপাল রাই আরও জানান, এবার দিল্লিতে অনলাইনে আতশবাজি বিক্রি/ডেলিভারিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত।