আমেথি, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : উত্তরপ্রদেশের আমেঠির ফুরসাতগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিনোদ কুমার পান্ডে জানিয়েছেন, পদ্মাবত এক্সপ্রেসে দিল্লি যাওয়ার সময় মঙ্গলবার রাতে রায়বেরেলি-আমেঠি সেকশনের মধ্যে ঘটনাটি ঘটে। বুধবার সকালে স্থানীয়রা তিন যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বলে জানান তিনি। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা গেলেও আহতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

