কিশনগঞ্জ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের কিশনগঞ্জ শহরের রুইধাসা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে সোমবার।
জানা গেছে, মৃতের নাম রোহিত রায়(২৫)। এদিন সকালে স্থানীয়রাই প্রথম বিষয়টি দেখেন। খবর দেওয়া হয় সদর থানায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে রোহিতকে। সদর থানার আইসি অমর প্রতাপ সিং জানান, ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।