কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : সংস্কৃতির শ্রেষ্ঠ গন্তব্যের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। সোমবার টুইটারে এই দাবি করে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ভ্রমণলেখক সংগঠনে প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটারস ২০২৩-এ সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার দেবে। এই সংগঠন জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার একটি অনুমোদিত সংস্থা।
বৈশ্বিক সাংস্কৃতিক মানচিত্রে বাংলা তার ছাপ ফেলেছে। ২০২৩-এর ৯ মার্চ বার্লিনে, ভারত সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে বিশ্ব পর্যটন এবং বিমানচালনা নেতাদের সম্মেলনে এই পুরস্কার দেওয়া হবে। আমি এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি উপলক্ষে বাংলার সকল বাসিন্দাকে অভিনন্দন জানাই।“