ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। খেতাব নির্ণায়ক ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। লড়বে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। খেতাবের দোরগোড়ায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। তবে শর্তসাপেক্ষে ত্রিপুরা স্পোর্টস স্কুলও চ্যাম্পিয়নের দাবিদার। কার্যত ফাইনাল ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সামনে চ্যাম্পিয়ন হওয়ার তিনটি পথ খোলা রয়েছে। এক) নূন্যতম গোলে জয়ী হতে হবে। দুই) অমীমাংসিত অবস্থায় অর্থাৎ ড্র-তে ম্যাচের নিষ্পত্তি ঘটাতে হবে। তিন) হারলেও অন্ততপক্ষে এক অথবা দুই গোলের ব্যবধানে হার স্বীকার করতে হবে। তবে খেলোয়ারদের পাশাপাশি কোচ সুজিত ঘোষেরও ইচ্ছে জয় দিয়ে লীগ অভিযান শেষ করে চ্যাম্পিয়নের ট্রফি জয় করে ঘরে ফেরা। দুদিন বিরতি পেয়ে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের মেয়েরা সেরকম প্র্যাকটিস করে নিয়েছে। এমনকি আজও শেষ সময়ের টিপস নিয়েছে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচের স্ট্রেটেজি তৈরির জন্য। এদিকে লীগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সামনে একটা মাত্র উপায় রয়েছে। তা হলো, অবশ্যই তিন বা ততোধিক গোলের ব্যবধানে জয়ী হওয়া। যথেষ্ট ব্যালান্সড টিম বলে খ্যাত ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা সেই অংক কষেই খেলতে চাইছে। রেজাল্ট কি হয় সেটা মাঠে দেখা যাবে। তবে এটা ঠিক যে ফুটবলপ্রেমীরা আগামীকাল একটা ভালো ম্যাচ দেখতে পারবে। উল্লেখ্য, বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের কিন্তু রানার্স খেতাব নিশ্চিত হয়ে রয়েছে। পারফরম্যান্সের নিরিখে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন খেতাব পেলে বিশ্রামগঞ্জের হাতে আসবে রানার্স খেতাব। পক্ষান্তরে, বিশ্রামগঞ্জ প্লে সেন্টার অপরাজিত চ্যাম্পিয়ন খেতাব পেলে, তবে কিন্তু রানার্স ট্রফি যাবে জম্পুইজলা প্লে সেন্টারের ঘরে। আগামীকাল বিকেল তিনটায় পুলিশ মাঠে লীগের শেষ ম্যাচের ফলাফলের অপেক্ষায় সবাই।
*মহিলা লিগ : পয়েন্ট তালিকা*
দল ম্যা: জ: ড্র: প: গোল প:
বিশ্রামগঞ্জ ৩ ২ ১ ০ ১০-১ ৭
জম্পুইজলা ৪ ২ ১ ১ ১০-৪ ৭
কিল্লা ৪ ২ ১ ১ ৮-৪ ৭
স্পোর্টস স্কুল ৩ ১ ১ ১ ৯-৪ ৪
চলমান ৪ ০ ০ ৪ ০-২৪ ০