কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
সোমবার তিনি টুইটারে লিখেছেন, “হীরক রাজা বা রাণীরা যতই ভাবুক, সমাজ-সংস্কৃতি-শিক্ষাব্যবস্থা
লাটে তুলে দেবার অপচেষ্টা উদয়ন পন্ডিতরা রুখে দেবেই। উদয়ন পণ্ডিতরা জেগে থাকুন। অচলায়তন ভাঙার প্রয়াস জারি থাকুক। শিক্ষক দিবসের শুভেচ্ছা সবাইকে।