ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। ত্রিপুরার সাঁতারুদের একটি দল এখন গৌহাটিতে। আগামীকাল থেকে গৌহাটিতে শুরু হচ্ছে ৭৫-তম সিনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ। এক কথায় জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এই ৭৫ তম জাতীয় জল ক্রীড়ায় সারাদেশের সব কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বাছাইকৃত সাঁতারুরা অংশ নিতে এসেছে। ৭৫-তম সিনিয়র জাতীয় অ্যাকুয়াটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ড. জাকির হোসেন অ্যাকোয়াটিক কমপ্লেক্সে। ত্রিপুরা দলের চারজন সাতাঁরু আলমিন হোসেন, রণবীর দাস, আকাশ ত্রিপুরা এবং সাকিব উদ্দিন – তারা আগামীকাল পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মূল পর্বের জন্য বাছাই প্রতিযোগিতা অর্থাৎ প্রাথমিক বাছাই পর্বের আসরে অংশ নেবে। এছাড়া রাজ্য দলের অন্যান্য সাঁতারুরা হলেন জাহির হোসেন, রিয়াজ ত্রিপুরা এবং বিউটি সাহা। রাজ্য দলের সঙ্গে কোচ হিসেবে রয়েছেন বিনিত বি। আশা করা হচ্ছে রাজ্য দলের সাঁতারুরা জাতীয় আসরে সাফল্য অর্জন করতে পারবে।
2022-09-05