কলকাতা, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : ঝাড়খণ্ডের তিন বিধায়ককে বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মানতে হবে একাধিক শর্ত। সোমবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার আগে তদন্তকারী আধিকারিককে জানিয়ে যেতে হবে বিধায়কদের। কাজ সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফিরেও আসতে হবে। আদালত আরও জানিয়েছে, ঝাড়খণ্ডের বিধানসভা থেকে অধিবেশনে অংশগ্রহণের চিঠি এলেই তবে সেখানে অংশ নিতে যেতে পারবেন তাঁরা।
সম্প্রতি দীর্ঘ টানাপোড়নের পর শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন হাওড়া থেকে নগদ-সহ ধরাপড়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক-সহ পাঁচ জন।
শর্ত ছিল, জামিন পেলেও এখনই ঝাড়খণ্ডে ফিরতে পারবেন না বিধায়কেরা। শুধু তাই নয়, কলকাতার বাইরেও বেরতে পারবেন না তাঁরা। তবে সম্প্রতি বিধানসভার কাজের জন্য ঝাড়খণ্ডে যাওয়ার অনুমতি চান তাঁরা। সেই সূত্র ধরেই এদিন এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, হাওড়ার পাঁচলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়। যে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

