Sushant Chowdhury:রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট, কলকাতায় বৈঠক তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

আগরতলা, ৫ সেপ্টেম্বর : বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। ত্রিপুরবাসীর স্বপ্নপূরণ এখন শুধুই সময়ের অপেক্ষা। শীঘ্রই কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় আগরতলায় শুরু হয়ে যাবে প্রস্তাবিত ফিল্ম ইনস্টিটিউটের পঠনপাঠন।

আজ দুপুরে কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কনফারেন্স হলঘরে প্রতিষ্ঠানের নির্দেশক হিমাংশু শেখর খাটুয়া ও রেজিস্ট্রার শুশ্রুত শর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে প্রস্তাবিত ফিল্ম ইন্সটিটিউটের কাজ দ্রুত শুরু করা নিয়ে  গুরুত্বপূর্ণ বৈঠক মিলিত হয়েছেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে খুব ভালো এবং ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন তিনি।তাঁর আশা, আজকের বৈঠকের ইতিবাচক ফল বেরিয়ে আসবে খুব শীঘ্রই। ওই বৈঠকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *