SFI:শিক্ষক নিয়োগের দাবীতে শিক্ষা ভবনের সামনে ধরণা এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷  শিক্ষক দিবসের দিনেই শিক্ষা ভবনের সামনে শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের শামিল হলো বাম ছাত্র সংগঠন৷ এদিন শিক্ষা ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে৷ পুলিশের বাধা-বিপত্তি উপেক্ষা করে বাম ছাত্র সংগঠন রাজ্যের সুকলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখে৷ শিক্ষক দিবসের দিনে এ ধরনের আন্দোলন সংগঠিত করার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ এদিকে আন্দোলনকারী ছাত্র সংগঠনের তরফে বলা হয়েছে দীর্ঘদিন ধরেই রাজ্যের সুকলগুলি শিক্ষকের অভাবে ধুঁকছে৷ পঠন পাঠন লাটে উঠেছে৷ শিক্ষকদের জন্য পর্যাপ্ত সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না৷ এদিকে টেট উত্তীর্ণ বেকাররা চাকুরীর জন্য রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে বারবার দাবি জানিয়েও বিমুখ হয়ে ফিরতে বাধ্য হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে বাম ছাত্র সংগঠন শিক্ষক দিবসের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়৷ অবশ্য আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ৷ এদিন আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন,রাজ্যের সুকল গুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে  এস এফ আই এবং টি এস ইউ ছাত্র সংগঠনের উদ্যোগে সোমবার শিক্ষক দিবসে শিক্ষা ভবনের সামনে ধর্না সংগঠিত করা হয়৷ যতদিন পর্যন্ত শিক্ষক নিয়োগ না করা হবে ততদিন পর্যন্ত তারা এ ধরনের আন্দোলন চালিয়ে যাবে বলেও হুশিয়ারি দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *