আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আজ নয়াদিল্লিতে সাক্ষাত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। ত্রিপুরার সার্বিক বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে চর্চা করেছেন।
এদিন সামাজিক মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী লেখেন, আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করে আমি ভীষণভাবে আনন্দিত। স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, পরিকাঠামো উন্নয়ন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।
তিনি ত্রিপুরার সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় সহায়তা আরও প্রসারিত করার আশ্বাস দিয়েছেন। সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও লেখেন, প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে আমরা রাজ্যের জনগণের কল্যাণে বিকাশমুখী কর্মযজ্ঞ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।