রায়পুর, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সভাপতিত্বে দেড় মাস পর আগামীকাল মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। এই বৈঠকে এক ডজনেরও বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হবে।
শনিবার ছত্তিশগড়ে দুটি নতুন জেলার উদ্বোধনের পর জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১টি। মনেন্দ্রগড় চিরমিরি এবং শক্তি জেলাও শীঘ্রই নতুন জেলা হিসেবে স্বীকৃতি পাবে। এই সব জেলার জন্য সেটআপ, ভবন ইত্যাদির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া বিপুল সংখ্যক নির্মাণকাজ ইত্যাদির জন্যও তহবিলের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। সূত্র জানায়, কর্মচারীদের ধর্মঘট ও তাদের দাবি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হতে পারে।