মুম্বই, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : নভি মুম্বইয়ের খালাপুরের কাছে মুম্বই-পুনে হাইওয়েতে রবিবার রাত দেড়টা নাগাদ পুলিশের ডেল্টা ফোর্সের গাড়ি উল্টে গেলে দশজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই দুর্ঘটনায় আহত সকলকে নভি মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খলাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, মুম্বই-পুনে হাইওয়েতে দুটি গাড়ির সংঘর্ষের খবর পেয়ে উদ্ধার কাজে যাচ্ছিল পুলিশের ডেল্টা ফোর্স গাড়ি। একই সময়ে খালাপুরের কাছে ডেল্টা গাড়ির টায়ার ফেটে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এই দুর্ঘটনায় মোট ১০ জন আহত হয়েছে।

