মুম্বই, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : শনিবার গভীর রাত থেকে মুম্বইয়ের অনেক এলাকায় অবিরাম বৃষ্টির ফলে শহরের নিচু এলাকায় জল জমে গিয়েছে। অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা পাম্পিংয়ের সাহায্যে ড্রেনেজ কাজ করছেন। আগামী ৫ দিন মুম্বইয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন সতর্ক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাত থেকে মুম্বইয়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর কারণে মুম্বইয়ের কিং সার্কেল, সায়ন সার্কেল, দাদর টিটি, সায়ন, আন্ধেরি সাবওয়ে, মিলান সাবওয়েতে জল জমে গিয়েছে। এতে যান চলাচলেও প্রভাব পড়েছে, অনেক জায়গায় যানবাহন আটকা পড়েছে। একইভাবে বৃষ্টির পানি মিঠি নদীর আশপাশের অনেক ঝুপড়িতে ঢুকে গেছে।
মুম্বইতে এই সময়ে গণেশোৎসব চলছে পুরোদমে। বৃষ্টি হলেও গণেশ ভক্তদের দেখা গেছে শুধু প্যান্ডেলেই। এরই সঙ্গে পৌর কর্মীরা ইতিমধ্যে এলাকায় পাম্পিং বসিয়েছে, পাশাপাশি ড্রেনেজ কাজও শুরু হয়েছে।