Rahul Gandhi:নরেন্দ্র মোদী সরকারকে হারাতে বিরোধী ঐক্যের ডাক রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : বিজেপি এবং আরএসএসকে পরাজিত করতে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এটা নীতি-আদর্শের লড়াই এবং এই লড়াইয়ে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবেই হোক বিজেপি এবং আরএসএসকে হারাতেই হবে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশে কেবলমাত্র রাগ ও হিংসাই শুধু বেড়েছে। সাধারণ মানুষের ন্যূনতম চাহিদার দিকে নজর দেওয়া হয়নি।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত কংগ্রেসের বিশাল সমাবেশে এই ভাষাতেই মোদী সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেসের হল্লা বোল মিছিলে অনেক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। যদিও পুলিশের তরফে এর সত্যতা অস্বীকার করা হয়েছে।
এদিনের ভাষণে রাহুল বলেন, প্রচারমাধ্যম ও দুজন নির্দিষ্ট ব্যবসায়ীর সমর্থন ছাড়া মোদী ক্ষমতায় আসতেই পারতেন না। আর সেই প্রচারমাধ্যমও হল বিশেষ দুই কর্পোরেট হাউসের। দেশের মানুষ জানে, এই চ্যানেলগুলি কাদের আর তারা কাদের হয়ে কাজ করছে। টিভিও এই দুই ব্যবসায়ীর এবং সংবাদপত্রও এই দুজনেরই। নরেন্দ্র মোদী এই দুই ব্যবসায়ীর জন্য কাজ করেন, আর এঁরাও মোদীর হয়ে কাজ করেন। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের উপর এরা চাপ সৃষ্টি করে রেখেছে। বিচারবিভাগও তার বাইরে নেই। ফলে এখন আমাদের মানুষের কাছে গিয়ে সত্য প্রকাশ করতে হবে।

রাহুল আরও বলেন, আমি ইডিকে ভয় পাই না। ইডি আমাকে ৫৫ ঘণ্টা জেরা করেছে। আমি তাতে ভয় পাই না, সেটা ৫ মাস হোক কিংবা ৫ বছর হোক। নরেন্দ্র মোদীর চান, দেশের বিরোধীরা নিজেদের মধ্যে দলাদলি করে মরুক। আর তার ফায়দা তিনি গুটিকয়েক ব্যবসায়ীর মধ্যে ভাগ করে দেবেন। গত ১০ বছরে মোদী সরকার ২৩ কোটি জনতাকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছেন। দেশকে পিছন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোদী। যাতে লাভবান হতে পারে পাকিস্তান, চিন। তাঁর জমানায় ভারতকে দুর্বল করেছেন মোদী।