নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : দুই সপ্তাহ আগেই ভারতীয় সেনার হাতে ধরা পড়েছিল পাক জঙ্গি তবারক হোসেন।
সীমান্তে অনুপ্রবেশের সময়েই গুলিবিদ্ধ হয়। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সেনা জওয়ানদের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার অস্ত্রোপচার চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তবারক। এক সেনা আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবারই পুলিশের হাতে তবারকের মৃতদেহ তুলে দেওয়া হবে।
সূত্রের খবর, সীমান্তে গুলিতে গুরুতর আহত হয় সে। চিকিৎসার জন্য তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজন হয় তবারকের। দু’জন সেনা জওয়ান রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেন। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তবারক।