Kasba:মহিলার শ্লীলতাহানির ঘটনায় দুইদিন ধরে উত্তপ্ত কসবা, প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স. ) : কলকাতার কসবা থানার অন্তর্গত কাকুলিয়া এলাকায়, শুক্রবার গণেশ পূজার বিসর্জনের সময় এক মহিলার শ্লীলতাহানিকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ দুই দিন ধরে চলছে। শুক্রবারের পর শনিবার রাতেও দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। লাঠি-সোঁটা ব্যবহার করা হয়েছে এবং ইট-পাথরও নিক্ষেপ করা হয়েছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। রবিবার সকালে তাঁদের সবাইকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়েরের পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ৯১ নম্বর ওয়ার্ডের কাকুলিয়া জগন্নাথ ঘোষ লেনে গণেশ পূজার বিসর্জনের সময় স্থানীয় কাউন্সিলর বাবু সোনার লোকের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এরপর স্থানীয় লোকজন তাকে মারধরের চেষ্টা করে। এরপর কাউন্সিলরের বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে স্থানীয় লোকজনকে মারধর করে বলে অভিযোগ। শনিবার সন্ধ্যায়ও তারা লাঠিসোঁটা নিয়ে এলাকায় এসে স্থানীয় লোকজনকে মারধর করে। বারবার লিখিত অভিযোগ দিলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ।

স্থানীয় এক ব্যক্তি জানান, পুলিশ স্পষ্ট বলে দিয়েছে কাউন্সিলর অভিযোগ করলে নথিভুক্ত করা হবে, আপনাদের লোকের অভিযোগ নথিভুক্ত করা হবে না। দাবি করা হচ্ছে, স্থানীয় লোকজনও পূজার জন্য কাউন্সিলরের কাছে চাঁদা চেয়েছিলেন, যা নিয়ে আলাদা বিবাদ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *