Gotabaya Rajapaksa : শ্রীলঙ্কা ফিরলেন গোতাবায়া রাজাপাক্ষে, ফুল দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা

কলম্বো, ৩ সেপ্টেম্বর (হি.স.): দেশে ফিরলেন শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে। শুক্রবার গভীর রাতে তিনি দেশে ফিরেছেন। সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই, গণঅভ্যুত্থানের মুখে সাত সপ্তাহ আগে গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে যান। অবশেষে দেশে ফিরেছেন তিনি, রাজাপাক্ষেকে ফুল দিয়ে বিমানবন্দরে স্বাগত জানান বর্তমান সরকারের মন্ত্রী এবং রাজনীতিবিদদের একাংশ। রাজাপাক্ষে বিমান থেকে বের হওয়ার সময় তাঁকে মালা পরানোর জন্য রাজনীতিবিদদের ভিড় ছিল।

নিরস্ত্র জনতা তাঁর সরকারি বাসভবনে হামলা চালানোর পর রাজাপাক্ষে জুলাই মাসের মাঝামাঝি সামরিক বাহিনীর বিমানে চেপে শ্রীলঙ্কা থেকে পালিয়ে যান। প্রথম তিনি যান মালদ্বীপে, এরপরে যান সিঙ্গাপুর। ৭৩ বছর বয়সি এই নেতা এরপর বাণিজ্যিক ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককে যান। ৫২ দিন তিনি ওখানেই ছিলেন। অবশেষে নিজের দেশে ফিরলেন গোতাবায়া।

এদিকে শ্রীলঙ্কার বিরোধী দলের নেতারা রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে একসময়ের ক্ষমতাধর রাজাপাক্ষের পরিবারকে রক্ষা করার অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, রাষ্ট্রপতি পদ থকে পদত্যাগ করার পর গোতাবায়া রাজাপাক্ষের ক্ষমতা ও সুরক্ষার অবসান ঘটিয়েছে। সামাজিক অধিকার কর্মীরা জানিয়েছেন যে তাঁরা সাংবাদিক লাসান্থা বিক্রমাতুঙ্গের হত্যাকাণ্ড-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত রাজাপাক্ষেকে গ্রেফতার করার জন্য চাপ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *