এশিয়া কাপে আগামীকাল রবিবার ফের ভারত – পাকিস্তান মুখোমুখি

দুবাই, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : এশিয়া কাপে ফের ভারত ও পাকিস্তান মুখোমুখি। শুক্রবার হংকংকে হারিয়ে সুপার ফোরে উঠেছে পাকিস্তান । ক্রীড়া সূচি মেনে রবিবারই আবার ভারত – পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এখন ভারতের জয় শাহ। স্বাভাবিকভাবে ভারত – পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় লটারিতে প্রথম পুরস্কার পাওয়া।

গ্রুপ লিগের শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তান হংকং কে ১৫৫ রানে হারিয়েছে। মহম্মদ রিজওয়ান ( ৫৭ বলে ৭৮ রান), ফাকার জামান ( ৪১ বলে ৫৩ রান) , ক্যামিও মেজাজে খেলা খুশদিল শাহ ( ১৫ বলে অপরাজিত ৩৫ রান) পাকিস্তানকে ১৯৩ রানে পৌঁছে দিয়েছিল। হংকং বোলারদের তুলোধুনো করে শেষ ৫ ওভারে ৭৭রান তুলে নেয়। এই ম্যাচেও বাবর আজম রান পেলেন না।
পাকিস্তান বোলাররা ১০.৪ ওভারে ৩৮ রানে গুটিয়ে দিয়েছিল হংকংকে। পাক বোলারদের মধ্যে নাসিম শাহ ( ২/৭) , মহম্মদ নওয়াজ ( ৩/৫), শাদাব খান ( ৪/৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *