চন্ডীগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণে বাঁচলেন ৩ জন

চন্ডীগড়, ৩ সেপ্টেম্বর (হি.স.): চন্ডীগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি বিলাসবহুল গাড়ি। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চন্ডীগড়ের মধ্য মার্গে সেক্টর ১৯-২৭-২৮-৭ রোটারিতে। ট্রান্সপোর্ট লাইট পয়েন্ট থেকে আসা বিএমডব্লিউ গাড়িটি রোটারির চারপাশে ঘুরতে না পেরে ভোর ৪.৪৫ মিনিটে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে।

এয়ারব্যাগ থাকার কারণে গাড়ির চালক এবং অন্য দুইজন যাত্রী সামান্য আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, গাড়িটি রোটারির দিকে যাওয়ার সময়, টায়ারের বিকট শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি আটক করা হয়েছে।