Covid vaccine: ভারতে ২১৩.০১-কোটি টিকাকরণ সম্পন্ন, করোনা-পরীক্ষা বেড়ে ৩.৬৪-লক্ষাধিক

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২১৩.০১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৫ লক্ষ ৮৩ হাজার ৮১৫ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৩.০১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা-২১৩,০১,০৭,২৩৬ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২ সেপ্টেম্বর সারা দিনে ভারতে ৩,৬৪,৮৮৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৮,৬৮ কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। পরীক্ষিত ৩,৬৪,৮৮৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,২১৯ জন।