পাটনা, ৩ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বিভিন্ন অংশে বজ্রপাতের কারণে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। গয়ায় সবথেকে বেশি ৫ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এছাড়াও বিহারের ভোজপুর, ঔরঙ্গাবাদ, জেহানাবাদ, কৈমুর এবং রোহতাশ জেলা থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বজ্রপাতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শোকাহত নীতীশ কুমার শুক্রবার গভীর রাতে টুইট করে জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। বজ্রপাতের সময় সকলকে সতর্ক থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

