পঞ্চকুলার বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নড্ডা

পঞ্চকুলা (হরিয়ানা), ৩ সেপ্টেম্বর ( হি.স.) : পঞ্চকুলায় বুথ কর্মীদের সঙ্গে দলের বুথ কমিটির ক্ষমতায়নের বিষয়ে বৈঠক করলেন ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। পঞ্চকুলার মাতা মনসা দেবীতে ২৬ নম্বর বুথের বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বুথ এবং সংগঠনকে কীভাবে ক্ষমতায়ন করা যায় সে বিষয়ে নড্ডা দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন। বুথ সভাপতি পুনম শর্মাও সভায় উপস্থিত ছিলেন।
বিজেপির রাজ্য সভাপতি ওম প্রকাশ ধানকড়, রাজ্য-ভারপ্রাপ্ত বিনোদ তাওড়ে, সাংসদ রতন লাল কাটারিয়া, জাতীয় মুখপাত্র আর পি সিং, জেলা ইনচার্জ সঞ্জয় শর্মা এবং জেলা সভাপতি অজয় ​​শর্মা বৈঠকে উপস্থিত ছিলেন।

নড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে “ত্রিপুরার সর্বাত্মক উন্নয়নের” প্রশংসা করে বলেন, সরকার “শান্তির পরিবেশ” তৈরি করে “রাজনৈতিক হিংসার অবসান ঘটিয়েছে”। তিনি ভারতের পূর্ববর্তী কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সরকারকে উত্তর-পূর্ব রাজ্যে “সন্ত্রাসবাদ ও অনুপ্রবেশকে উৎসাহিত করার” জন্য নিন্দা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *