নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর ( হি.স.) : সংস্কৃতকে রাষ্ট্রভাষা ঘোষণার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম আর শাহের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সংসদের কাজ, আদালতের নয়। আদালত আরও বলেছে, পিটিশনের উদ্দেশ্য প্রচার বলে মনে হচ্ছে।
অবসরপ্রাপ্ত আমলা ডিজি ভানজারার দায়ের করা পিটিশনে সংস্কৃতকে জাতীয় ভাষা ঘোষণা করে ভাষার প্রচারের দাবি ছিল। শুনানির সময় আদালত আবেদনকারীকে জিজ্ঞাসা করেছিল, দেশের কয়টি শহরে সংস্কৃত ভাষা বলা হয়। ভানজারা তখন বলেন, তিনি কেন্দ্রের কাছ থেকে বিষয়টি নিয়ে আলোচনা চান। এরপর আদালত ভানজারাকে জিজ্ঞাসা করেন, আপনি কি সংস্কৃত বলেন? আপনি কি সংস্কৃতে একটি লাইন বলতে পারেন বা আপনি আপনার আবেদন প্রার্থনাকে সংস্কৃতে অনুবাদ করতে পারেন।

