ম্যাঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (হি.স.): নতুন ভারত নতুন সুযোগের দেশ। শুক্রবার কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ৩,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করার পর বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছি। এই প্রকল্পগুলি ব্যবসা-বাণিজ্যকে শক্তিশালী করতে সাহায্য করবে এবং ব্যবসা করার সহজতা বৃদ্ধি করবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা কর্ণাটকের কারিগরদের জন্য বাজারের সুযোগ খুলতে পারব। মেক ইন ইন্ডিয়ার সাফল্য, রফতানি বৃদ্ধি ভারতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কথায়, একবিংশ শতাব্দীতে, ভারত ”গ্রিন গ্রোথ”-এর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। কর্ণাটকের শোধনাগারগুলিতে ব্যবহৃত প্রযুক্তি এই উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অমৃত কালের সময়, ভারত সবুজ বৃদ্ধি এবং সবুজ কর্মসংস্থানের মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে।

