কুরুক্ষেত্র, ২ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানার কুরুক্ষেত্র থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, রাজনীতির নিয়ম এখন বদলে গিয়েছে। এর আগে কংগ্রেস এবং অন্যান্য শাসক দলগুলি সর্বদা রাজ্যের জনগণকে বিভক্ত করেছিল। কিন্তু আমাদের দল বিজেপি হরিয়ানায় অনেক উন্নয়ন ও পরিবর্তন এনেছে।”
শুক্রবার হরিয়ানারকুরুক্ষেত্রের একটি জনসভায় ভাষণ দেন জে পি নাড্ডা। তিনি বলেছেন, হরিয়ানা কৃষক, সেনাবাহিনী, খেলোয়াড় এবং মহান কুস্তিগীরদের ভূমি। হরিয়ানা সেই পবিত্র ভূমি যা ভারতকে রক্ষা করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মনোহর লাল খাট্টার জি যে কাজ কড়েছেন, তার মাধ্যমে বিজেপি দেশ ও রাজ্যে রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়েছে। বিজেপির আগে তাঁরা জাত ও সম্প্রদায়ের নামে ভোট চাইত, সমাজকে বিভক্ত করত।”

