কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স): ফের বিপত্তির শিকার হতে চলেছে নিত্য যাত্রীরা । শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শিয়ালদা মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল । ফলত ব্যস্ত সময়ে সমস্যায় পড়তে হতে পরে সাধারণ মানুষকে ।
পূর্বরেল সূত্রে খবর, শনিবার রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এক ডজন ট্রেন বাতিল থাকছে । জানা গিয়েছে যার জেরে বাতিল হচ্ছে এক জোড়া শিয়ালদা–কল্যাণী সীমান্ত লোকাল। দু’টি শিয়ালদা–নৈহাটি লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে । এমনকি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ৮ ঘণ্টা ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে কাজ করা হবে । যার জেরে সমস্যায় পড়তে হতে পরে নিত্যযাত্রীদের ।