কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.): গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন দু’শোর সামান্য বেশি। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২১০ জন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। যা স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে। বৃহস্পতিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১০ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,০৭,২৬০ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৪৬৮ । একদিনে সুস্থ হয়ে উঠেছে ৩১৪ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৮৩,৩৭৪ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৮৭ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৯,১৮৪ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,২৯৭,৯১৮ ।