কলম্বো, ২ সেপ্টেম্বর (হি.স.): গণঅভ্যুত্থানের মুখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাওয়া সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশে ফিরতে পারেন, সূত্রের খবর তিনি নিজেই এই ইচ্ছে প্রকাশ করেছেন। চলতি মাসের প্রথম সপ্তাহেই শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোতাবায়। তবে, ঠিক কবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গণ-আন্দোলনের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে যান গোতাবায়া। সেখান থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সিঙ্গাপুরে প্রায় এক মাস থাকার পর অস্থায়ী বসবাসের জন্য গত ১১ আগস্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে যান গোতাবায়া। সেই সময় থাই কর্মকর্তারা বলেছিলেন, গোতাবায়াকে প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ করেছিল শ্রীলঙ্কা সরকার। এর ভিত্তিতে তাকে অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে। এর নিজের দেশে ফিরে যেতে চান গোতাবায়।