গুজরাটের দুর্ঘটনায় ছয় পথচারীর মৃত্যুতে শোক প্রকাশ করলোন গেহলট

জয়পুর, ২ সেপ্টেম্বর ( হি.স.) : শুক্রবার গুজরাটে আম্বাজি দর্শনে যাওয়া ছয় পথচারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

তিনি এই বেদনাদায়ক দুর্ঘটনায় ছয় পথচারীর মৃত্যুর খবর পেয়ে দুঃখিত। তিনি বলেন, শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বরের কাছে তাদের শক্তি ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি আহত সকল ভক্তের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গুজরাটের আরাবল্লী জেলায় বেপরোয়া গাড়ির চাকায় পিষে প্রাণ হারালেন মোট ৬ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সকলে আম্বাজি দর্শন করতে যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৪ জন পায়ে হেঁটে আম্বাজি দর্শনে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে।