আগরতলা, ২ সেপ্টেম্বর : তেলিয়ামুড়ার খাসিয়া মঙ্গল স্থিত্ব বিএসএফ ক্যাম্পে এক বিএসএফের জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ বিএসএফ সূত্রের দাবি করা হয়েছে, নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করছেন এক বি.এস.এফ জওয়ান৷ নিহত জওয়ান ৮০ নম্বর ব্যাটেলিয়ানের বি এস এফ বাহিনীতে কর্মরত৷ আত্মঘাতী জওয়ানের নাম বালুরাম কুড়ি (৩২)৷
ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বি.এস.এফ হেড কোয়ার্টারে৷ জওয়ানের আচমকা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ জানিয়েছে, বি.এস.এফ জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে৷ কিভাবে বন্দুকের গুলিতে জওয়ানের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ যদিও সহকর্মীদের বক্তব্য, পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছে৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি৷ এর মধ্যে শুক্রবার ভোর নাগাদ এ ঘটনাটি সংগঠিত হয়৷
ঘটনার খবর পেয়ে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং আগরতলা থেকে ফরেন্সিক টিম৷ পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশি তদন্তে উঠে আসতে পারে আত্মহত্যা নাকি খুন৷ কারণ মৃত্যুর পরেও জওয়ানের হাতের আঙ্গুল বন্ধুকে ট্রিগারে ছিল৷ ফলে প্রশ্ণ আত্মঘাতী হলে গুলির পর কিভাবে ট্রিগারে হাত রাখতে পারে জওয়ান৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন মহল থেকে নামিয়ে উঠেছে৷