Death:রইস্যাবাড়িতে জলে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা সেপ্টেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি থানাধীন রাইমা এডিসি ভিলেজে বুদ্ধি জয় পাড়ায়  স্নান করতে গিয়ে জলের ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের৷ যুবকের নাম রঞ্জিত ত্রিপুরা৷  জলে ডুবে নিখোঁজ হওয়ার খবর পেয়ে এনডিআরএফ এর জওয়ানরা সকাল ৬টা থেকে জলে তল্লাশি চালিয়ে দূপুর ১২.৪০ নাগাট মৃত রনজিৎ ত্রিপুরার দেহ উদ্ধার করেন৷ তার বয়স – ২৪ বছর৷ বিয়ে হয়েছে মাত্র ৮ মাস আগে৷  রনজিৎ ত্রিপুরার মৃতদেহ উদ্ধারের পর মৃতদেহটি মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃত ব্যক্তির বাড়ি গোমতী জেলার করবুক মহকুমার বৈরাগী দোকান এলাকায়৷ তিনি বড় ভাইয়ের রইস্যাবাড়িতে অবস্থিত রাবার বাগানে কাজ করত৷  স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়৷ জলে ডুবে তার মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *