Temperature: রোদের তেজ ক্রমেই বাড়ছে দক্ষিণবঙ্গে, মহানগরীতে আরও চড়ল তাপমাত্রার পারদ

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): কলকাতায় ফের কিছুটা বাড়ল তাপমাত্রার পারদ। বৃষ্টির আর দেখাই নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, আর সেই সুযোগে দাপট দেখাচ্ছে সূর্য। রোদের তেজে জ্বলছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। ঘর্মাক্ত গরমে কাহিল হয়ে পড়েছে তিলোত্তমা। এই অবস্থায় ফের বৃষ্টির জন্য হাপিত্যেশ শুরু হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল রোদ ঝলমলে ছিল কলকাতার আকাশ। তীব্র রোদের তেজে কাহিল হয়ে পড়ছেন শহরবাসী। রোদ ও মাত্রাতিরিক্ত গরমে হাঁসফাঁস করছেন মানুষজন, এই পরিস্থিতিতে টানা বৃষ্টি না হলেও, ছিটেফোঁটা বৃষ্টিতেও স্বস্তি খুঁজছে শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *