ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি টাইব্রেকারে। গোলরক্ষক সুমন দে-র হাত ধরে কিল্লা বরক ফুটবল আকাদেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মনুবাজারের কালাঢেপা দল। সুকান্ত স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার খেতাব নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো কিল্লার বরক ফুটবল আকাদেমি এবং মনুবাজারের কালাঢেপা দল। সাব্রুম স্কুল মাঠে কযেকহাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। দুদলই নিজেদের রক্ষণভাগ শক্তিশালী রেখে আক্রমণের ছক কষেছিলো। দু’দল আক্রমণাত্মক ফুটবল খেললেও কোন দলই বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ ছিলো অমিমাংসীত। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্পট কিকে পেনাল্টি শুট আউটে কালাঢেপা দল ৩-১ গোলে পরাজিত করে কিল্লা বরক ফুটবল আকাদেমিকে। বিজয়ী দলের পক্ষে মনোজ জমাতিয়া, মনীষ রিয়াং এবং সুমিত হরিজন গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন দেবরাজ জমাতিয়া। বিজয়ী দলের গোলরক্ষক সুমন তিনটি শট রুখে দিয়ে দলকে খেতাব জয় করাতে মূখ্য ভূমিকা নেন। সঙ্গত কারনেই ফাইনালের সেরা ফুটবলার এবং সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন সুমন। এদিকে ম্যাচ শুরুর আগে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী এবং পদ্মশ্রী ড: দীপা কর্মকার। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৬০ এবং ৪০ হাজার টাকা। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা সুমন , সেরা গোলরক্ষক সুমন এবং আসরের সেরা ফুটবলারের বিজীত দলের পহর জমাতিয়াকে পুরস্কৃত করা হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে সাব্রুম মহকুমায়।
2022-09-01

