নিউ ইয়র্ক, ১ সেপ্টেম্বর (হি.স.) : একের পর এক ম্যাচ জিতে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন চলতি টুর্নামেন্টের পর অবসর নিতে চলা মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস । বৃহস্পতিবার ভারতীয় সময় একেবারে সকালবেলা অ্যানেট কোন্টাভেইটকে ৭-৬, ২-৬, ৬-২ গেমে হারিয়ে দেন সেরেনা। আগামী শুক্রবার পরের রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামার আগেই অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন সেরানা। ফলে ছ’বারের ইউএস ওপেন জয়ীর এটাই শেষ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টকে যে স্পেশ্যাল করে রাখতে চান সেরেনা তা বোঝা যাচ্ছে তার খেলা থেকেই । একটা করে ম্যাচ যাচ্ছে, আর অবসরের দিন পিছিয়ে চলেছে সেরেনার। যদিও তাঁকে অ্যানেট কোন্টাভেইটের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। প্রথম সেটটি একেবারে মাটি আঁকড়ে লড়াই করে ৭-৬ জিতে নেন সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটেও দুরন্ত প্রত্যাবর্তন কোন্টাভেইটের ২-৬ গুড়িয়ে দেন তিনি সেরেনাকে। সকলে ধরে নিয়েছিল, সেরেনার কেরিয়ারের ইতি বোধহয় এই ম্যাচেই হয়ে যাবে। তবে সকলের ধারণা ভুল প্রমাণ করে ফের ঘুরে দাঁড়ান সেরেনা। ৬-২ তৃতীয় সেট জিতে ম্যাচ পকেটে পুড়ে ফেলেন।
তৃতীয় রাউন্ডে পৌঁছে সেরিনা বলেন, ‘কোনও তাড়া নেই। এখনও কিছু দেওয়া বাকি আছে। আমি ভালো খেলোয়াড়। চ্যালেঞ্জ পছন্দ করি। তোমরা জানো, আমি সেরেনা। দ্বিতীয় সেট হেরে মনে হয়েছিল এই বোধ হয় সব শেষ হয়ে গেল। নিজেকে বোঝালাম যে সেরাটা দিতে হবে। এই সবই আমার কাছে বোনাস। নিজেকে আর প্রমাণ করার কিছু নেই। কিছু হারানোর নেই।’