Mamata Banerjee : পুলিশ দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর, অদম্য চেতনাকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): পুলিশ দিবসে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টুইটারে তিনি লিখেছেন, “আমি পুলিশ দিবসে আমাদের পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাই। আপনারা বাংলার মানুষকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেছেন। এই বিশেষ দিনে, আমি আপনার অদম্য চেতনাকে শ্রদ্ধা জানাই। আপনারা সব সময় আমাদের গর্ব হোন!”

প্রসঙ্গত, পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে ২০২০ সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ হিসেবে পালন করা হবে। সেই মতো এদিন পুলিশ দিবস পালিত হয়েছে।